নতুন ফসল না ওঠা পর্যন্ত সহায়তা পাবে বন্যার্তরা


জেলা প্রতিনিধি     প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০১:৫৮ পিএম
নতুন ফসল না ওঠা পর্যন্ত সহায়তা পাবে বন্যার্তরা

দিনাজপুর: বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতসহ নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত বন্যার্তদের সহায়তা দেয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দিনাজপুর জিলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে খাদ্য কেনা শুরু করেছি। দেশে পর্যপ্ত খাদ্য মজুদ রয়েছে। আপনারা চিন্তা করবেন না। একটি মানুষও গৃহহীন এবং না খেয়ে মারা যাবে না। দেশে বন্যা, দুর্যোগ থাকবে। সেই পরিস্থিতি মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে।‘

তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিজিবি, সেনাবাহিনী, পুলিশবাহিনী সবাই ত্রাণ বিতরণ করছে। জাতির পিতা এ দেশ স্বাধীন করে দিয়েছেন। আমরাও গৃহহারা মানুষের ঘর-বাড়ি করে দিচ্ছি। একটি মানুষও গৃহহীন থাকবে না। ৫০ লাখ পরিবারকে চাল দিচ্ছি। আপনারা যাতে ১০ টাকা কেজি চাল খেতে পারেন তার ব্যবস্থা নেয়া হয়েছে।’

এনজিওগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা লোন দিয়েছেন তারা সাপ্তাহিক কিস্তি তোলার জন্য বন্যার্ত মানুষদের জুলুম করবেন না। এটা এনজিওদের প্রতি আমার নির্দেশ থাকবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি বাবা, মা, ভাই-বোন সব হারিয়েছি। আমার আর হারাবার কিছু নেই। আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। আমি দেশের মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। প্রয়োজনে আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমিও জীবন দেব।’

প্রসঙ্গত, বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আজ বেলা ১১টার দিকে দিনাজপুরে পৌঁছান শেখ হাসিনা। সেখানে জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর বিকেলে কুড়িগ্রাম জেলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। 

গো নিউজ২৪/এমবি

জাতীয় বিভাগের আরো খবর