রোববার দিনাজপুর-কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০১:০৩ পিএম
রোববার দিনাজপুর-কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিতে আগামী রোববার (২০ আগস্ট) দিনাজপুর ও কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করে জানায়, বন্যার্তদের সহায়তায় দিনাজপুর ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনএফ স্কুল প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

দিনাজপুরে এবারের ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক এলাকা পানিতে ডুবে গেছে। এতে বর্তমানে লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের মধ্যে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিনে পানিতে ডুবে মারা গেছে প্রায় ২০ জনের উপরে। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কৃষি ক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া ১৩ উপজেলায় ৫ লাখ ৮৬ হাজার ১৩টি গবাদি পশু হুমকির মুখে পড়েছে। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫০৫টি গরু, ১০৭টি মহিষ, ২ লাখ ১ হাজার ৯৩১টি ছাগল এবং ১১ হাজার ৪৭০টি ভেড়া রয়েছে। গো-খাদ্যের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। সব মিলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে দিনাজপুরবাসী।

এদিকে কুড়িগ্রামে বন্যায় জেলার ৯ উপজেলার ৬২টি ইউনিয়নের ৪ লাখ ৬৯ হাজার ২০৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২ হাজার ৩৫১ হেক্টর কৃষি জমি ও ৪৪ কিলোমিটার বাঁধ।

জেলা ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, জেলায় ৮৫২ মেট্রিক টন জিআর চাল ও ২৩ লাখ ৫ হাজার টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধরলার পানি ৫৬ সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি কমে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ জেলায় বন্যার পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে।

গো নিউজ২৪/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর