সাকার কবর প্রস্তুত করতে বলেছেন স্ত্রী ফরহাত কাদের চৌধুরী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৫, ০৯:৩৫ এএম
সাকার কবর প্রস্তুত করতে বলেছেন স্ত্রী ফরহাত কাদের চৌধুরী

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর মরদেহ রাউজানের গ্রামের বাড়িতে দাফনের জন্য কবর প্রস্তুত করতে বলেছেন তার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার ধানমণ্ডির বাসা থেকে রাউজানের গহিরায় ‘বায়তুল বিলালে’ অবস্থানরত সাকা চৌধুরীর চাচাতো ভাই ফেরদৌস চৌধুরীকে ফোনে সাকাপত্মী এই অনুরোধ করেন।


এরমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ। সেই রায়ের কপি রাত সাড়ে ৮টার দিকে পৌঁছে কেন্দ্রীয় কারাগারে। এরপর রাত সাড়ে ১০টার দিকে রিভিউর আদেশ কারা কর্তৃপক্ষ সাকা চৌধুরীকে পড়ে শোনান। এর পরপরই ফরহাত কাদের চৌধুরী চট্টগ্রামের রাউজানের গহিরায় অবস্থানকারী সাকা চৌধুরীর চাচাতো ভাই ও চট্টগ্রামের গাড়ি ব্যবসায়ী ফেরদৌস চৌধুরীকে সকালের মধ্যে কবর প্রস্তুত করতে বলেছেন। ফেরদৌসকে করা ফোনে ফরহাত কাদের চৌধুরী বলেছেন, সাকা চৌধুরী তাদের সাথে সাক্ষাৎ করার সময় জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না তিনি। সে কারণে রায় যেহেতু পড়ে শোনানো হয়েছে, হয়তো তাকে বৃহস্পিতবার মধ্যরাতেই ফাঁসি দিয়ে দিতে পারে। সেজন্য তাদের পারিবারিক কবরস্থানে যেন কবর খনন করে সব প্রস্তুত করে রাখেন। তবে রাতেই খবর খনন করা হচ্ছে কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।


এদিকে সাকা চৌধুরীর মরদেহ রাউজানে প্রবেশ করতে দেবে না বলে আগেই ঘোষণা দিয়েছেন রাউজানের মুক্তিযোদ্ধাসহ প্রগতীশীল লোকজন।

জা/আ

জাতীয় বিভাগের আরো খবর