কিছু মানুষের জন্য গোটা মুসলিম উম্মা বিপদে পড়ছে: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১২:৫৮ পিএম
কিছু মানুষের জন্য গোটা মুসলিম উম্মা বিপদে পড়ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই আত্মঘাতী হওয়াকে সমর্থন করে না। কিছু মানুষের জন্য গোটা মুসলিম উম্মা বিপদের মুখে পড়ে যাচ্ছে। দেশে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।

শনিবার আশকোনার হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, দেশ থেকে হজে যাওয়া যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে হজ কার্যক্রম আধুনিক করে গড়ে তোলা হযেছে। আমি যখনই হজে গেছি ততবার সেখানে কি কি সমস্যা আছে সেসব দেখে এসেছি। পরে সৌদি বাদশাকে জানিয়েছি সেখানকার সমস্যাগুলো। তখন আমি ক্ষমতায় না থাকলেও এই কাজগুলো করেছি, সেখানকার সরকারকে জানিয়েছি। যেন পরবর্ততে সমস্যাগুলোর সমাধান করা হয়।

এখন হজে যাওয়া যাত্রীরা সব ধরনের খবর পাচ্ছেন ইন্টারনেটে, ওয়েবসাইটে পাচ্ছেন হজবিষয়ক সব তথ্য, অনলাইনে রিপোর্ট করতে পারছেন হজযাত্রীরা।

পাশাপাশি হজ যাত্রীদের বিমান ভাড়ার অতিরিক্ত ট্যাক্সের তিন হাজার টাকা নেয়ার সিদ্ধান্ত তার নির্দেশে বাতিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

গো নিউজ২৪/পিআর
 

জাতীয় বিভাগের আরো খবর