পাচারের সময় ৭ ট্রাক সরকারি চাল জব্দ, আটক ৫


স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৭:০০ পিএম
পাচারের সময় ৭ ট্রাক সরকারি চাল জব্দ, আটক ৫

চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে সাতটি ট্রাক ভর্তি ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে র‌্যাব। এ সময় খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কবির মাঝির গোডাউনে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
  
আটক খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা প্রণয়ন চাকমা নগরীর হালিশহরে এলএসডি খাদ্য গুদামের ব্যবস্থাপক। বাকি চারজন ট্রাকের চালক ও সহকারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে.কমান্ডার আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাট্টলী ঈগল স্টার টেক্সটাইল মিলের কাছে কবির মাঝির গোডাউনে অভিযান চালানো হয়। সরকারি চালগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশে সেখানে মজুদ করা হয়েছিল। সাতটি ট্রাকে ৩ হাজার ৯৬ বস্তা ভর্তি ১৫৫ মেট্রিকটন চাল পাওয়া গেছে।
 
তিনি বলেন, ‘আরও একটি গুদামে পাচারের উদ্দেশে চাল মজুদ করে রাখার তথ্য পেয়েছি। সেখানেও অভিযান চালানো হবে।’

গো নিউজ/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর