উৎস বন্ধ করে দুর্নীতি রোধ করতে হবে: দুদক চেয়ারম্যান


স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৩:৩৫ পিএম
উৎস বন্ধ করে দুর্নীতি রোধ করতে হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আমরা মামলা করতে চাই না, আমরা চাই যারা দুর্নীতি করেন তাদের মধ্যে চেতনাবোধ জাগ্রত করতে। আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে থাকবো তা হবার নয়। এজন্য চাই দুর্নীতির উৎসগুলো বন্ধ করতে।’

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতির অভিযোগের প্রকৃতি নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি দমন আমাদের কাজ নয়, আমরা পারি প্রতিরোধ করতে। এজন্য মামলা চাইনা। মামলা হল ক্যান্সারের মতো। যার বিরুদ্ধে মামলা হয় তিনিসহ একটা পরিবার বা একটি বংশের ওপর এর বিরুপ প্রভাব ফেলে। এ জন্য আমরা চাচ্ছি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে এর প্রবণতা রোধ করতে। কেননা আমাদের অপকর্মের ফল পরবর্তী প্রজন্মের ওপর প্রভাব পড়বে সেটা আমরা চাই না।’

তিনি বলেন, ‘দুর্নীতি রোধে বিভাগীয় পর্যায়ের মাঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে আপনাদের সঙ্গে আজকের এই সভা। সবার পরামর্শ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্নীতি রোধ করতে চাই।’

সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, দুদকের পরিচালক  মো. আক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

গো নিউজ/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর