ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট চলছে


জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া  প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০২:৫১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট চলছে

মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের দুইপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। 

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পরিবহন ধর্মঘট শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের আহ্বান করে। ধর্মঘটের কারণে ঢাকা, চট্টগ্রাম ও  সিলেটের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাস, মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, সোমবার রাতে শহরের মেড্ডা বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা থেকে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া এ কর্মসূচির ঘোষণা করেন। 

এদিকে ধর্মঘটের কারণে সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ও মেড্ডা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও লোকাল কোনো বাস ছেড়ে যায়নি। 

পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান পরিবহন নেতাদের সাথে এক বৈঠক আহ্বান করেছেন।

গো নিউজ/এমবি

জাতীয় বিভাগের আরো খবর