দিনভর কাঠফাটা রোদ, রাতে স্বস্তির বর্ষণ


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৮:৪৪ পিএম
দিনভর কাঠফাটা রোদ, রাতে স্বস্তির বর্ষণ

ঢাকা: শ্রাবণের আকাশে ছিল গ্রীষ্মের খরতাপ। দিনভর তাপে যেন ঝলসে যাওয়া। হাঁসফাঁস অবস্থা ছিল জনজীবনে। নগরে ছিল অসহনীয় গরম। এমন অবস্থার অবসান ঘটলো রাতে। সন্ধ্যার পর থেকেই রাজধানীর আকাশে ভারী মেঘের আনাগোনা।

অবশেষে সোমবার (১৭ জুলাই) রাত সোয়া আটটার দিকে আকাশ ভেঙে নামলো বৃষ্টি। সঙ্গে বজ্রের চমক, বজ্রপাত। এমন বর্ষণ এনে দিল স্বস্তি।

রাতের বর্ষণের চিত্র গ্রাম থেকে শহরে ভিন্ন হয়ে যায়। গ্রাম-গঞ্জে যে যার মতো করে ঘরে বন্দী হয়ে পড়ে। তবে শহরের ব্যস্ততা বন্ধ হয় না বর্ষণেও। রাতের বর্ষণে শহরের চিত্র হয়ে দাঁড়ায় আলো-পানির খেলা।

গত কয়েকদিন ধরেই চলছে তীব্র গরম। শ্রবণের আকাশে খণ্ড খণ্ড মেঘ থাকলেও বর্ষাকালের চিহ্ন দেখা যাচ্ছিল না। ভ্যাপসা আর তীব্র গরমে ঘামছিল মানুষ।   

গো নিউজ২৪/এন

জাতীয় বিভাগের আরো খবর