চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রামে এমভি প্যাক্স


স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৪:২৪ পিএম
চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রামে এমভি প্যাক্স

ভিয়েতনাম থেকে দ্বিতীয় চালান ২৭ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জাহাজ ‘এমভি প্যাক্স’।

সোমবার (১৭ জুলাই) ভোরে বন্দরের বর্হিনোঙ্গরে এসে পৌঁছায় জাহাজটি।

এমভি ভিসাই ভিসিটি-৫ ও এমভি প্যাক্স জাহাজের স্থানীয় এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন জানান, সর্বমোট আড়াই লাখ টন চাল ভিয়েতনাম থেকে আমদানি করা হচ্ছে। ২৭ হাজার টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজটি আজ ভোরে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছেছে। ভিয়েতনামের হো চি মিন বন্দর থেকে আরও চারটি জাহাজ দু’একদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে।

তিনি আরও জানান, আগের চালানে আসা ২০ হাজার মেট্রিকটন চালের খালাস চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই নতুন চালানের চাল খালাস শুরু হবে।

গো নিউজ/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর