সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৯:৪০ এএম
সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ‘৭ নম্বর বিপদ সংকেত’ দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘আমরা সর্বশেষ ৯টি বুলেটিন দিয়েছে। এতে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি।’

বিপদ সংকেত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

সোমবার ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ৫৭০ কিলোমিটার, কক্সবাজার উপকূল থেকে ৪৯০, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬২০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এটি অবস্থান করছিল।  আবহাওয়া অধিদফতর বলছে, আগামীকাল মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। 

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫২ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে অতিসত্বর নিরাপদ স্থানে চলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। 

গো নিউজ ২৪

জাতীয় বিভাগের আরো খবর