সাভারে দুই জঙ্গি আস্তানা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৯:৫২ এএম
সাভারে দুই জঙ্গি আস্তানা

সাভার পৌর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ীতে অভিয়ান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে তাদের অভিযানের আগেই ওই বাসা থেকে জঙ্গিরা পালিয়েছে। গতকাল শুক্রবার রাত ৭ টা ও সাড়ে ৮ টার দিকে সাভরের নামাগেন্ডা মহল্লার দুই বাড়িতে এ অভিযান চলে। তবে গতরাতে ওই বাড়ী দুটি ঘেরাও করে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
পুলিশ সূত্র জানায়, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার গেন্ডা এলাকার আনোয়ার মোল্লার মালিকানাধীন পাঁচ তলা ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া বাবুর বাসায় সাতটি গ্রেনেড ও দুটি ল্যাপটপ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। তবে এসময় ওই ফ্ল্যাট থেকে কাউকে পায়নি পুলিশ। এমনতি সেখান থেকে সন্দেহজনক কিছু উদ্ধারের খবরও পাওয়া যায়নি। এদিকে ওই ভবনের মালিক আনোয়ার হোসেন মোল্লা জানান, ওই ফ্ল্যাটের বাসিন্দা বাবু সকালে পরিবারের সদস্যদের নিয়ে চলে গেছেন। তবে বাবু কোথায় গেছেন, তার স্থায়ী ঠিকানা-এসবের কোনো কিছু জানাতে পারেনি আনোয়ার মোল্লা। তিনি শুধু জানিয়েছে, বাবু  তার স্ত্রী ও দুই মাসের একটি শিশু সন্তান নিয়ে দুই মাস আগে বাসাটি ভাড়া নেয়। তিনি ধারনা করে বলেন, সম্ভবত অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে গেছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাবুকে এই বাড়িতে ভাড়া জন্য নিয়ে আসা আরেক ভাড়াটিয়া মনির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হকের জিম্মায় রেখে দিয়েছেন বলে জানা গেছে। এই বাড়িতে অভিযান শেষ হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে পার্শ্তবর্তী ব্যাংক কর্মকর্তা জনৈক সাকিব মিয়ার নির্মানাধীন ৬ তলা ভবনে অভিযান চালায়। এসময় ওই ভবনের ২য় তলা থেকে বোমা তৈরীর সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়। কিন্তু পুলিশী উপস্থিতি টের পেয়ে আগেই সেখানে অবস্থান করা জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
 
সাভার থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, জঙ্গি আস্তানা সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের একাধিক টিম নামাগেন্ডা মোল্লা মার্কেট সংলগ্ন আনোয়ার মোল্লার বাড়ীসহ দুটি বাড়ী ঘেরাও করে রাখে এবং পরে অভিযান চালায়। একটি বাড়ী থেকে বোমা তৈরীর সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গো নিউজ২৪/এনএফ

জাতীয় বিভাগের আরো খবর