খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা


জাতীয় ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ১০:২১ এএম
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দীন মিঠুকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় ফুলতলা উপজেলা সদরের দামোদরে মিঠুর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মিঠু এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটেছে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিএসবি) আবদুর রশিদ হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন।

এ সময় তার সঙ্গে শ্বশুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজী ছিলেন। তারাও গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দেহরক্ষী নওশের গাজীর অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন আলাউদ্দীন। এ সময় পাঁচ-ছয়জনের একটি দল এসে তার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিএনপি নেতা মিঠু ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান। হামলাকারীরা কারা ছিল, তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে ১৯৯৮ সালে নিহত মিঠুর পিতা দামোদর ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেম ও ২০১০ সালে তার বড় ভাই একই ইউনিয়নের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

গো নিউজ২৪/পিআর

    

জাতীয় বিভাগের আরো খবর