পরচুলায় ১.৩ কেজি স্বর্ণ, আটক ১


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৪, ২০১৭, ১২:৪৫ পিএম
পরচুলায় ১.৩ কেজি স্বর্ণ, আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মাথার পরচুলা থেকে ১.৩ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল। মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়।

বুধবার সকালে বিমানবন্দর কাস্টম হাউজের সহকারী কমিশনার এ এইচ এম আহনাসুল কবির এ তথ্য জানান।

তিনি জানান, মো. আমিনুল হক নামে এক যাত্রী মঙ্গলবার রাত সাড়ে  ১০টায় মালয়শিয়া থেকে মালিন্দ এয়ারলাইন্সে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টম হাউসের সদস্যরা তাকে চ্যলেঞ্জ করে। কিন্তু তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। 

তার দেহ তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া না গেলে আরো নিশ্চিত হওয়ার জন্য আর্চওয়েতে তাকে পরীক্ষা করা হয়। আর্চওয়েতে পরীক্ষা করার সময় তার সঙ্গে কোনো ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরবর্তিতে তার মাথার পরচুলা পরীক্ষা করলে দেখা যায় তিনি অভিনব উপায়ে সোনা লুকিয়ে রেখেছেন। তার পরচুলার ভেতরে পাওয়া ১৩টি সোনার বারের ওজন ১ কেজি ৩০০ গ্রাম; যার বাজার দর ৬৫ লাখ টাকা। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। তাকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

গো নিউজ২৪/এনএফ

জাতীয় বিভাগের আরো খবর