অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা আটক


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ১১:৩৩ এএম
অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা আটক

ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা তৌসিফ হোসেনকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিৎ করেছেন।

সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের হাইকমিশনার জুলিয়া নিবলেটের ই-মেইলে একটি বার্তাটি আসে। তাতে লেখা ছিলো ৫ লাখ টাকা চাঁদা না দিলে বোমা হামলা করে হাইকমিশন উড়িয়ে দেয়া হবে। চাঁদার টাকা পাঠাতে ওই মেইলে গ্রামীনফোন অপারেটরের একটি মোবাইল নম্বর এবং একটি ব্যাংক একাউন্ট নম্বর দেয়া হয় এবং জনতা ব্যাংক গুলশান শাখার একাউন্ট নম্বরও দেয়া হয়। এ ঘটনায় একটি জিডি দায়ের করা হয়েছিল। jashim.ahmed@gmail.com নামের যে মেইল থেকে হুমকি দেয়া হয়েছে সেটি বাড্ডা লিংক রোডের এক ব্যবসায়ীর। 


গো নিউজ২৪/এএইচ

জাতীয় বিভাগের আরো খবর