বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট সুড়ঙ্গ


প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০১:১৩ পিএম
বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট সুড়ঙ্গ

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া সীমান্তের কাছে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়। খবরে বলা হয়, সীমান্ত অনুসন্ধানের সময় এই সুড়ঙ্গের খোঁজ পায় জওয়ানেরা। বিএসএফ মনে করছে, পশু পাচারকারীরাই এই সুড়ঙ্গ তৈরি করেছে।

বিএসএফের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবী শরণ সিংহ জানান, পশু পাচারকারীরা কাঁটাতারের নিচে মাটির গভীরে এই সুড়ঙ্গ খুঁড়ছিল। সীমান্তের কাঁটাতারের বেড়া বাংলাদেশে পশু পাচারে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চা-বাগানের মধ্যে দিয়ে রাতের আঁধারে গোপনে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হচ্ছিল। এই সুড়ঙ্গের হদিস মেলার পর সীমান্তে টহল আরও জোরালো করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর আগে গত মার্চে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছিল বিএসএফ।


গো নিউজ২৪/এনএফ

জাতীয় বিভাগের আরো খবর