১৪টি ইউপিতে ভোটগ্রহণ চলছে


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ১০:২৮ এএম
১৪টি ইউপিতে ভোটগ্রহণ চলছে

তিনটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এছাড়াও এদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ড, ছয়টি জেলা পরিষদ ও দুটি পৌরসভার কয়েকটি ওয়ার্ডে ভোটগ্রহণ হচ্ছে।

এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, প্রতিটি নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন হতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মেহেরপুর পৌরসভা, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট এবং গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে। টাঙ্গাইলের ভূঞাপুর এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার দুটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হচ্ছে।

প্রতিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়েছে।

গো নিউজ ২৪


 

জাতীয় বিভাগের আরো খবর