ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের মৃত্যু


 নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ১১:২৩ এএম
ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের মৃত্যু

রাজধানীর পল্লবীর ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক মেয়ে শিশুটি পৃথিবী ছেড়ে বিদায় নিলো। 

সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আজ বৃহস্পতিবার সকালে নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিষা ব্যানার্জি ওই নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে এনআইসিইউ’র একাধিক চিকিৎসক-নার্স বলেন, কুড়িয়ে পাওয়া এই শিশুটিকে বাঁচিয়ে রাখতে তাদের আন্তরিকতার কমতি ছিল না। সবাই নাম পরিচয়বিহীন এই নবজাতকের প্রতি একটু বেশি যত্নবান ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য হয়নি। রক্তে সংক্রমণজনিত কারণে তার মৃত্যু হয়।

এই নবজাতক শিশুটিকে দত্তক নেয়ার জন্য সুইডেন প্রবাসী এক দম্পতিসহ চারজন আদালতে আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ এলাকার একটি ডাস্টবিনে একটি বাজারের ব্যাগে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বিপ্লব নামের এক পথচারী।

গো নিউজ ২৪

জাতীয় বিভাগের আরো খবর