দেশে ফিরলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ১০:২৫ এএম
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

তিন দিনের অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে ভুটান থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে বহনকারী ড্রুক এয়ারের কেবি ৩০২ ভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এর আগে সকাল পৌনে ৮টার দিকে তিনি ও তার সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

গত মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৫টি দলিল স্বাক্ষরিত হয়েছে।  এর মধ্যে ৩টি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি রয়েছে।  দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতি বিষয়ক এসব চুক্তি ও স্মারক স্বাক্ষর হয়।

রয়াল ব্যাংকুয়েট হলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পরে তাদের উপস্থিতিতে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

গো নিউজ২৪/এএইচ

জাতীয় বিভাগের আরো খবর