উপ-মহা হিসাব নিয়ন্ত্রক দুলাল উদ্দিন গ্রেপ্তার


গো নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৭, ১০:৫২ এএম
উপ-মহা হিসাব নিয়ন্ত্রক দুলাল উদ্দিন গ্রেপ্তার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় উপ-মহা হিসাব নিয়ন্ত্রক দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ১টায় ময়মসিংহের ভালুকা থেকে দুলালকে গ্রেপ্তার করেন তারা।

উপ-মহা হিসাব নিয়ন্ত্রক হয়ে ঢাকায় আসার আগে ময়মনসিংহের জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দুলাল উদ্দিন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক বজলুর রশীদ।

জাহাঙ্গীর আলম জানান, ঘোষিত আয়ের বাইরে দুলালের এক কোটি সাত লাখ ৮৯ হাজার টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে এ মামলার এজাহারে।

দুলাল উদ্দিনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানান জাহাঙ্গীর।

গো নিউজ ২৪

জাতীয় বিভাগের আরো খবর