হজ নিবন্ধনের সময় ১১ দিন বাড়ানো হয়েছে


প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ১২:১৪ পিএম
হজ নিবন্ধনের সময় ১১ দিন বাড়ানো হয়েছে

চলতি বছরের হজ নিবন্ধনের সময় ১১ দিন বাড়ানো হয়েছে। আজ ছিল নিবন্ধনের শেষ দিন। প্রাক-নিবন্ধনে অনিয়মের অভিযোগ তুলে নিবন্ধন কার্যক্রম থেকে বিরত রয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ফলে এক লাখ ২৭ হাজার হজযাত্রীর মধ্যে এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৪ হাজার ৫২৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৯৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ২ হাজার ৯৩০ জন। এ অবস্থায় নিবন্ধনের সময় ১০ এপ্রিল পর্যন্ত বাড়াল ধর্ম মন্ত্রণালয়। 

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকারি-বেসরকারি সব হজযাত্রীর প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে। হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধনের সময় বাড়ানো হল। এ সময়ের মধ্যে স্থানান্তর কার্যক্রমও চলবে। এ সময়ের মধ্যে কেউ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে জাতীয় হজ ও ওমরাহ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

ওদিকে ধর্ম মন্ত্রণালয়ের সময় বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হাব।

জাতীয় বিভাগের আরো খবর