শাহজালালে দর্শনার্থী প্রবেশে ১৪ দিনের নিষেধাজ্ঞা


স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ০৬:৪৭ পিএম
শাহজালালে দর্শনার্থী প্রবেশে ১৪ দিনের নিষেধাজ্ঞা

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের প্রবেশে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

২৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “এটা সাময়িক নিষেধাজ্ঞা। আইপিইউর সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সম্মেলন শেষে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।”

১ এপ্রিল থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী আইপিইউর ১৩৬তম সম্মেলন। এতে যোগ দিতে আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গোনিউজ২৪/এমএস

জাতীয় বিভাগের আরো খবর