আতিয়া মহলে ৪ জঙ্গির লাশ মিলেছে


প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৭:৪৭ পিএম
আতিয়া মহলে ৪ জঙ্গির লাশ মিলেছে

ঢাকা: আতিয়া মহলে ৪ জনের লাশ মিলেছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটে ‘অপারেশন টোয়াইলাইট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ তথ্য জানান।

ব্রিগেডিয়ার ফখরুল আহসান আরও জানান, ‘অভিযানে সেনা কমান্ডোদের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি পুরোটা সময়ই প্যারা-কমান্ডোদের অনুকূলে ছিলো। এখনও অভিযান পুরোপুরি শেষ হয়নি। বর্তমানে সেখানে তল্লাশি চলছে। তল্লাশি শেষ হলে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসবে’।

তিনি আরও জানান, কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সুন্দর ও সফলভাবে আজকের অভিযান শেষ হয়েছে। দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। নিচতলা থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্য ছিল ওই ভবনের নিচতলায় চারজন আছেন। এর মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী। আমরা দুটি মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে, তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রেস ব্রিফিং বলা হয়, তারা (ওই ভবনের নিচতলায় যারা ছিল) অত্যন্ত প্রশিক্ষিত। এটা সেনাবাহিনীর বিশাল সফলতা। আমাদের অপারেশন চলমান আছে। প্রেস ব্রিফিংয়ে পরিচয় জানানো হয়নি।

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর