‘আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে চলব’


স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৭:৩৬ পিএম
‘আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে চলব’

ঢাকা: বাংলাদেশকে মাথা নিচু করে রাখা যায় না, তা প্রমাণিত হয়েছে- মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে চলব।”

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। যারা বাংলাদেশকে নতজানু করে রাখতে চায় তারা শিক্ষা পেয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “দারিদ্র্য বিমোচনের হার ২০০৫ সালে ৪৭ শতাংশ ছিল, বর্তমানে ৭/৮ শতাংশ কমেছে।”

তিনি বলেন, “১৯৬৬ সালে ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির সনদ এই ৬ দফা। তার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা দেয়া হয়। ৭০ এর নির্বাচনে সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। তারপরও ক্ষমতা হস্তান্তর করা হয়নি।’

তিনি বলেন, “৭ মার্চের ভাষণে আমাদের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির কথা উল্লেখ করেন বঙ্গবন্ধু। এর প্রতিবাদে ২৫ মার্চ নিরস্ত্র বাঙালি জাতির ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু।”

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর