মন্ত্রিসভায় `গণহত্যা দিবস‍‍` পালন প্রস্তাবের অনুমোদন


স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২০, ২০১৭, ০৫:৪৫ পিএম
মন্ত্রিসভায় `গণহত্যা দিবস‍‍` পালন প্রস্তাবের অনুমোদন

ঢাকা: জাতীয় ও আন্তর্জাতিকভাবে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা এবং পালনের জন্য দিবসটিকে মন্ত্রিপরিষদে অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এবিষয়ক পরিপত্রের ‘ক’ ক্রমিকে এই অন্তর্ভূক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে চলতি বছরেই গণহত্যা দিবস পালন করা হবে কি না, এমন কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর