বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শ্রদ্ধা


প্রকাশিত: মার্চ ১৭, ২০১৭, ০১:৪৫ পিএম
বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।

এ সময় রাষ্ট্রপতি সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে চলে যান। সেখানে রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধুর 'কারাগারের রোজনামচা' বইটি উপহার দেন প্রধানমন্ত্রী।এরপর বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করেন এবং 'খোকা থেকে বঙ্গবন্ধু' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। এর পরপরই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছলে তাকে প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান।

বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের বটতলায় জাতীয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

১৯২০ সালের এদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান।

বাঙালি জাতি ও সমগ্র দেশ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে।

জাতির জনককে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী ঘাতকদের হাতে সপরিবারে প্রাণ দিতে হয়।


 

জাতীয় বিভাগের আরো খবর