হঠাৎ ভোরে ঢাকায় বৃষ্টি


গো নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০১৭, ০৯:৩৯ এএম
হঠাৎ ভোরে ঢাকায় বৃষ্টি

রোববার ভোর ৫টার দিকে হঠাৎ ঢাকায় বৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি পড়ে। বসন্তের হিমশীতল বাতাসের সঙ্গে ১৫ মিনিট স্থায়ী এ বৃষ্টি ঘুমন্ত মানুষকে আরও তৃপ্ত করে তোলে।

হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফেরা যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েন। অবশ্য অনেকেই একে আবার উপভোগ করেছেন। হালকা বৃষ্টিতে ঢাকার কোনো কোনো সড়ক ভিজে গেছে।

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। মৌসুমী লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ফলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার সারাদিন ঢাকার আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি চললেও দিনের বেলায় কোথাও বৃষ্টি হয়নি।

গো নিউজ ২৪

জাতীয় বিভাগের আরো খবর