যাত্রীর কোমরে সাড়ে ৩ কেজি স্বর্ণ


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০২:৪৮ পিএম
যাত্রীর কোমরে সাড়ে ৩ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কোমরের বেল্ট থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা স্বর্ণের ওজন সাড়ে তিন কেজি। যার বাজারমূল্য আনুমানিক পৌনে দুই কোটি টাকা।

সোমবার সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বিজি-০২২ ফ্লাইটটি শাহজালাল বিমান বন্দরে অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের যাত্রী আদম আলীকে আটক করে কাস্টমস হলে আনা হয়। আদম আলীর কোমরের বেল্টে বিশেষ কায়দায় লুকানো ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আটক আদম আলী জানান, চট্টগ্রাম থেকে রহমান নামে এক যাত্রী তাকে স্বর্ণের বারগুলো বহন করতে দিয়েছিল। 

শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আহসানুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

গো নিউজ ২৪/এমজে

জাতীয় বিভাগের আরো খবর