রফতানি পণ্যে বৈচিত্র্য আনার আহ্বান : প্রধানমন্ত্রী


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ০১:২১ পিএম
রফতানি পণ্যে বৈচিত্র্য আনার আহ্বান : প্রধানমন্ত্রী

রফতানি পণ্যে বৈচিত্র্য আনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার হোটেল সোনরাগাঁওয়ে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, রফতানি পণ্যে আরও বৈচিত্র্য আনতে হবে। একটা বিষয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমরা যা রফতানি করি তাতে বৈচিত্র্য আনতে হবে। ব্যবসাহী মহলকে অনুরোধ করবো পণ্য রফতানি যাতে বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখবেন। যতটা দেশের স্বার্থ রক্ষা করে বিনিয়োগ বৃদ্দি হতে পারে সেদিকে লক্ষ্য করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য যা যা দকার সবই করছি। পোশাক শিল্পকে নিরাপদ করার জন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। 

গো নিউজ ২৪/এইচজে

জাতীয় বিভাগের আরো খবর