বিডিআর বিদ্রোহে বাইরের চক্রান্তের প্রমাণ মেলেনি


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ১২:৫৯ পিএম
বিডিআর বিদ্রোহে বাইরের চক্রান্তের প্রমাণ মেলেনি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহে  বাইরের কারো যোগসাজশ বা চক্রান্তের কোনো প্রমাণ এখনো মেলেনি। বিডিআরের আভ্যন্তরীণ কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রতীয়মান।

শনিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মন্ত্রী।

ওই ঘটনার তদন্ত এখনো চলমান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তদন্তে আমরা অনেক দূর এগিয়েছি।

তিনি বলেন, এত বড় মামলার তদন্ত শেষ করা কঠিন। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের যারা পলাতক রয়েছেন তাদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।  

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে (পিলখানা) সংঘটিত ট্রাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। 

গো নিউজ ২৪/এইচজে

জাতীয় বিভাগের আরো খবর