বাড়ছে গ্যাসের দাম: ১ চুলা ৯শ, ২ চুলা ৯৫০ টাকা


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৭:১১ পিএম
বাড়ছে গ্যাসের দাম: ১ চুলা ৯শ, ২ চুলা ৯৫০ টাকা

ঢাকা: ফের বাড়ছে গ্যাসের দাম। দুই ধাপে এ দাম বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

দুই দফায় গড়ে ২২.৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে বিইআরসি।

প্রথম ধাপে আগামী ১ মার্চ থেকে বাসা-বাড়িতে ব্যবহৃত এক বার্নার গ্যাসের চুলা সাতশ ৫০ টাকা এবং দুই বার্নারের চুলার জন্য প্রতি মাসে বিল পরিশোধ করতে হবে আটশ টাকা।

আর দ্বিতীয় ধাপে আগামী জুন থেকে এক বার্নার গ্যাসের চুলা নয়শ টাকা এবং দুই বার্নারের চুলার জন্য প্রতি মাসে বিল পরিশোধ করতে হবে নয়শ ৫০ টাকা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসি দাম বাড়ানোর এ ঘোষণা দেয়।

এর আগে আজ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দাম বাড়ানোর তথ্য জানিয়েছিলেন।

এ ছাড়া সিএনজির দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটার হবে ৩৮ টাকা ও ১ জুন থেকে হবে ৪০ টাকা। বিদ্যুৎ, সার শিল্প ও সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

বর্তমানে আবাসিক সংযোগে দুই চুলার জন্য সাড়ে ছয়শ ও এক চুলার জন্য ছয়শ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এ দাম কার্যকর করে বিইআরসি।

তারও আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা মাসিক বিল নির্ধারিত ছিল।

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর