দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন খাদিজা


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০২:২৩ পিএম
দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন খাদিজা

সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম দু-এক দিনের মধ্যে বাড়িতে ফিরে যেতে পারবেন।

বৃহস্পতিবার সিআরপি কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে খাজিদা ও তার চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সিআরপি মেডিকেল সার্ভিসেস উইংয়ের প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল বলেন, সিআরপিতে দীর্ঘ তিন মাসের চিকিৎসার পর খাদিজা এখন প্রায় সুস্থ। দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন তিনি। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাকে আরও কয়েক বছর চিকিৎসা নিতে হবে।

সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আমি এখন প্রায় সুস্থ। দৈনন্দিন সব কাজ করতে পারি।

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পর জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়।

গত ২৮ নভেম্বর তাকে সিআরপিতে ভর্তি করা হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

গো নিউজ ২৪/এইচজে

জাতীয় বিভাগের আরো খবর