আঙ্গেলা মেরকেল-হাসিনা বৈঠক


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৮:৩১ পিএম
আঙ্গেলা মেরকেল-হাসিনা বৈঠক

ডেস্ক: জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ফাঁকে শনিবার মিউনিখের বাইরিশার হফ হোটেলে দুই দেশের নেতাদের এই দ্বিপক্ষীয় ‌বৈঠক হয়। দুপুর পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট এ বৈঠক চলে।

বৈঠকে কী কী বিষয়ে আলাপ হয়েছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানানো হয়নি।

বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে যোগ দিলেন শেখ হাসিনা।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানি যান প্রধানমন্ত্রী। তিন দিনের এ রাষ্ট্রীয় সফর শেষে শনিবার রাতেই দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছানোর কথা।

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর