বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত যে কেউ মামলা করতে পারবেন


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:১৩ পিএম
বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত যে কেউ মামলা করতে পারবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিথ্যা অভিযোগের কারণে বিশ্বব্যাংকের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত যে কেউ মামলা করতে পারবেন।

শুক্রবার মিউনিখের ম্যারিয়ট হোটেলে জার্মান আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় তিনি একথা বলেন। জার্মানি আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।'

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায় বিচার লাভ করেছি।’

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘সে মানুষগুলোর যন্ত্রণা আমরা তো জানি। আমার ছেলে-মেয়েরা, আমার বোন ভোগ করেছে। আমাদের মন্ত্রী, আমাদের উপদেষ্টা মশিউর রহমান সাহেব, সচিবকে তো খামোখা জেলে রাখল।’

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের আগে ড. মুহাম্মদ ইউনুসের হয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে নিয়মিত হুমকি পেতেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। এছাড়া একই কারণে যুক্তরাষ্ট্রে তার ছেলেকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত ও এম এ গনি চৌধুরী, জার্মানি আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবু প্রমুখ।

গো-নিউজ২৪/বিএস

জাতীয় বিভাগের আরো খবর