আলোচিত ৭ খুন মামলাঃ দ্রুত রায় কার্যকর চায় পরিবার


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ১১:১৯ এএম
আলোচিত ৭ খুন মামলাঃ দ্রুত রায় কার্যকর চায় পরিবার

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায় ঘোষনা করেছে আদালত। মামলার রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, লে. কমান্ডার এম এম রানা ও মেজর আরিফসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

৩৫ আসামির মধ্যে বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই মামলার রায় ঘোষণা করেন।

এদিকে রায় ঘোষনার পর নিহতদের পরিবার দ্রুত এর বাস্তবায়ন দেখতে চায়। রায় ঘোষণার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা এ রায়ের দ্রুত কার্যকারিতা চাই। আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। প্রতিদিনই আমাদের চোখ দিয়ে পানি পড়ে। আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। তিনি রায়ের জন্য সরকার ও বিচারককে ধন্যবাদ জানান।

বিউটি আরো বলেন, প্রতিনিয়ত হুমকি আসে। আজও হুমকি এসেছে। স্বামীর মতো পরিণতি বরণ করতে হবে বলে উড়ো চিঠি আসে। এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই।

গো-নিউজ২৪/বিএস

জাতীয় বিভাগের আরো খবর