গুলশান হামলার ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর গ্রেপ্তার


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৭, ১০:৫৮ এএম
গুলশান হামলার ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর গ্রেপ্তার

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার পরিচালক (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েেছন।

গত বছরের পহেলা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলা চালায় জঙ্গিরা।

ওই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে।

পরদিন অর্থাৎ ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন পাচক নিহত হন। রেস্তোরাঁর আটক আরেক কর্মী জাকির হোসেন শাওন পরে হাসপাতালে মারা যান।

গো নিউজ ২৪/ এস কে

জাতীয় বিভাগের আরো খবর