ভারতে কমান্ডো প্রশিক্ষণে পুলিশের ৪০ সদস্য


অনলাইন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৬, ০৮:৫৭ পিএম
ভারতে কমান্ডো প্রশিক্ষণে পুলিশের ৪০ সদস্য

কমান্ডো প্রশিক্ষণ নিতে পুলিশের ৪০ জন সদস্য ভারত গেছেন। রোববার সকালে পুলিশের দলটি ঢাকা ত্যাগ করেছে।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নয়াদিল্লির ন্যাশনাল সিকিউরিটি গার্ড ট্রেনিং সেন্টারে কমান্ডো প্রশিক্ষণ শুরু হবে। তিন সপ্তাহের এ প্রশিক্ষণে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৫ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ জন অংশ নিচ্ছেন। এদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। এবারই প্রথম একজন নারী এএসপিসহ পাঁচজন নারী পুলিশ কমান্ডো প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

 

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ অপরাধ নিয়ন্ত্রণে কাজে লাগবে। একই সঙ্গে কমান্ডো দলটি সংকটকালীন পরিস্থিতিতে বিশেষ অভিযান পরিচালনায় সক্ষমতা অর্জন করবে বলে পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

 

গো নিউজ২৪/জা আ 

জাতীয় বিভাগের আরো খবর