মাসব্যাপী সরকারি ছুটি ও বোনাসের দাবি ওলামা লীগের


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৬, ০১:৪৬ পিএম
মাসব্যাপী সরকারি ছুটি ও বোনাসের দাবি ওলামা লীগের

পবিত্র রবিউল আউয়াল মাসে প্রজাতন্ত্রের সব মুসলমানদের বোনাস এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাসব্যাপী সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

 

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

 

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন শেখ শরীয়তপুরী বলেন, ‘প্রজাতন্ত্রের সব মুসলমান কর্মচারীকে পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে বোনাস প্রদান করতে হবে। পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাসব্যাপী সরকারি ছুটি ঘোষনা করা এবং সর্বপ্রকার অশ্লীল ও অশালীন কাজ বন্ধ রাখতে হবে।’

 

তিনি বলেন, ‘দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১২ রবিউল আউয়ালে বিশেষ মিলাদ মাহফিল আয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য।’

 

আন্তজাতিক মাতৃভাষা দিবসের মতো ১২ রবিউল আউয়ালে বিশ্বছুটি ঘোষণার উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি।

 

এসময় বক্তারা মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, সিরিয়া, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান।

 

গো নিউজ২৪/জা আ 

জাতীয় বিভাগের আরো খবর