`উবার` নিয়ে শিগগিরই যৌক্তিক সমাধান: সেতুমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৬, ০১:৩৩ পিএম
`উবার` নিয়ে শিগগিরই যৌক্তিক সমাধান: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক `উবার` নিয়ে শিগগিরিই যৌক্তিক সমাধানে পৌঁছাবো। এটাকে লিগ্যাল ফ্রেমে আনা হবে।

 

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত এক সচেতনতামূলক ক্যাম্পইনে অংশ নিয়ে তিনি আরও বলেন, উবার বিভিন্ন দেশে জনবান্ধব ট্যাক্সি সেবা নিশ্চিত করেছে। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলবো আর একে স্বাগত জানাবো না, এটা হয় না। আইন করবো জনগণের স্বার্থে, কাজেই এটি যেন সহজ হয়, কঠিন হলে জনস্বার্থে কাজে আসবে না। তাই জনস্বার্থে যেভাবে আসবে সেভাবেই আইন করা হবে।

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের দুর্ভোগ কমানো। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহনের জন্য যা যা দরকার সবই করা হবে।

 

`সাবধানে গাড়ি চালান, নিরাপদে থাকুন` স্লোগান সামনে রেখে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অভিনেতা রিয়াজ, তৌকির আহমেদ, লিটু আনাম, মীর সাব্বির, সঙ্গীত শিল্পী এসআই টুটুল প্রমুখ।

 

ওয়বাদুল কাদের বলেন, শিল্পী-কলাকূশলীদের এ ধরনের প্রোগ্রামে আরো বেশি করে অংশ নেওয়া উচিত। এতে জনগণ বেশি সচেতন হবেন।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা ‘উবার’ চালু হয়েছে। দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় এ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো উবার। বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু আছে।

 

গো নিউজ২৪/জা আ 

 

জাতীয় বিভাগের আরো খবর