আশুলিয়ার কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৬, ১০:০৯ এএম
আশুলিয়ার কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সখিনা (১৯)। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে এক শিশু শ্রমিকসহ চারজন মারা গেল।

 

আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সখিনার খাদ্যনালী গুরুত্বর দগ্ধ হয়েছিল। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সাভার শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় অবস্থিত কালার ম্যাক্স (বিডি) লিমিটেডে আগুন লাগে। এতে আগুনে দগ্ধ হয় ২৬ জন নারী ও শিশু শ্রমিক। এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতে আঁখি নামের এক শিশু শ্রমিক হাসপাতালে মারা যায়। গত ২৪ নভেম্বর রকি ও ২৮ নভেম্বর মাহমুদা নামের আরো দুজন মারা যান। আর আজ মারা গেলেন সখিনা।

এই অগ্নিকাণ্ডের ঘটনার ছয় দিন পর শ্রম আদালতে মামলা হয়েছে। ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মেহেদি হাসান মামলাটি করেন। মামলায় আসামি করা হয় কারখানার চেয়ারম্যান মাহমুদ আলম, ভাইস চেয়ারম্যান মাহমুদ কাওসার, ব্যবস্থাপনা পরিচালক শামীম এলাহী ও ব্যবস্থাপক নজরুল ইসলামকে।

গো-নিউজ২৪/বিএস

 

জাতীয় বিভাগের আরো খবর