রোহিঙ্গাদের নির্যাতনে তদন্তের দাবি বার্নিকাটের


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৬, ০৭:০৫ পিএম
রোহিঙ্গাদের নির্যাতনে তদন্তের দাবি বার্নিকাটের

মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের বিষয়ে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

সোমবার বিকেলে ধানমণ্ডির মাইডাস সেন্টারে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন-ডিক্যাবের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার খুব সতর্কতা ও দক্ষতার সঙ্গে এসব বিষয়ে হস্তক্ষেপ করছে। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে বাংলাদেশের আহ্বান ইতিবাচক। 

গোনিউজ২৪/এমএইচএস

জাতীয় বিভাগের আরো খবর