সাংসদ বদির তিন বছরের কারাদণ্ড


প্রকাশিত: নভেম্বর ২, ২০১৬, ১০:৪৯ এএম
সাংসদ বদির তিন বছরের কারাদণ্ড

সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অসর্জনের মামলায় রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বুধবার দুপুরে রায় ঘোষণা করবেন।

গত ১৯ অক্টোবর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ঠিক করেন বিচারক। এর আগে গত ১০ আগস্ট দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

গত ২৯ জুন শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন আবদুর রহমান বদি। ওই দিন তিনি নিজেকে নির্দোষ দাবি করে একটি লিখিত বক্তব্য আদালতে দাখিল করেন। মামলাটিতে চার্জশিটভুক্ত ১৫ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

দুদকের আইনজীবী কবির হোসেন বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সচেষ্ট হয়েছি। বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা করছি।অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুব আহমেদ বলেন, দুদক তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেননি। আমরা আশা করছি, আমার মক্কেল খালাস পাবেন।

২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

 

গো-নিউজ২৪/ সিরাজী শাহরিন/এমএইচএস

জাতীয় বিভাগের আরো খবর