বাংলাদেশে বন্যার আশঙ্কা


প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৬, ১০:৪৫ এএম
বাংলাদেশে বন্যার আশঙ্কা

বাংলাদেশ এবং মিয়ানমারে বন্যার আশঙ্কা করছে ভারতীয় আবহওয়া অধিদফতর।
বঙ্গোপসাগরের উত্তরে সৃষ্ট গভীর একটি নিম্নচাপের কারণে বন্যা হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় আবহওয়া অধিদফতর।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগোনোর আগে রোববার নাগাদ তা মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগোতে পারে।

বর্তমানে নিম্নচাপটি ভারত মহাসাগরের উষ্ণ পানি থেকে শক্তি সঞ্চয় করছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বর্তমানে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে; যা এই নিম্নচাপকে আরো শক্তিশালী করে তুলতে সক্ষম।

এই নিম্নচাপটিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে হলে ঘণ্টায় এর বাতাসের গতিবেগ হতে হবে অন্তত ১১৯ কিলোমিটার।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার দুটি মৌসুম রয়েছে। এর একটি হলো এপ্রিল-জুন, অন্যটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের শুরুর দিক। বাংলাদেশের জন্য দ্বিতীয় মৌসুমটাই বিপজ্জনক।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

গোনিউজ২৪/এমএইচএস

জাতীয় বিভাগের আরো খবর