বিদায় ঢাকা কেন্দ্রীয় কারাগার


ডেস্ক নিউজ প্রকাশিত: জুলাই ২৮, ২০১৬, ০৮:০২ পিএম
বিদায় ঢাকা কেন্দ্রীয় কারাগার

পুরান ঢাকার অবস্থিত কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে কারা প্রশাসন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে বলে সিনিয়র জেল সুপার জাহাঙ্গির কবির।

 

কারা উপ-মহাপরিদর্শক বলেন, শুক্রবার সকাল থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি স্থানান্তর করা শুরু হবে। প্রথম দিন ২৫ থেকে ৩০ টি প্রিজন ভ্যানে ৬ থেকে ৭ হাজার বন্দি স্থানান্তর করা হবে। শনিবার বাকি বন্দিদের নেওয়া হবে।

 

জাহাঙ্গির কবির বলেন, নতুন করাগারে নিরাপত্তার উপর সবধিক গুরুত্ব দেয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শুক্রবার থেকেই পুরোদমে কারাগারের কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় কারাবন্দিদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।

 

গো নিউজ২৪/জা আ 

জাতীয় বিভাগের আরো খবর