গণপরিবহণে ভাড়া নিয়ন্ত্রণে ৯ টিম


জাতীয় ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০২:৩৬ পিএম
গণপরিবহণে ভাড়া নিয়ন্ত্রণে ৯ টিম

রাজধানীতে গণপরিবহণে ভাড়া নিয়ন্ত্রণে ৯টি টিম কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। 

তিনি বলেন, সারা দেশে এক লাখ বাসের মধ্যে ঢাকার বাইরে ভাড়াসহ সব কিছু মোটামুটি নিয়ন্ত্রিত। ঢাকাতে কিছুটা অনিয়ন্ত্রিত। এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের মালিক শ্রমিকের ৯টি টিম নিয়মিত কাজ করছে। প্রতিদিন বিষয়গুলো তদারকি করা হচ্ছে। এখানে ড্রাইভারদেরও কিছু সমস্যা আছে। যেসব অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, এগুলোর সমাধানে বিআরটিএসহ আমরা কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার কারওয়ানবাজারে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। 

তিনি বলেন, ছুটির দিনে অর্ধেক ভাড়া কার্যকর করা হবে না। ঢাকার বাইরেও এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী বাসে উঠে অর্ধেক ভাড়া দেবে তাদের কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি থাকতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবে।

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, গণপরিবহণে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকরা। 

বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহণের বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা।

জাতীয় বিভাগের আরো খবর