কেন জীবনে শরৎ আসে না?


জোবায়ের জুবেল প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০, ০৪:০৫ পিএম
কেন জীবনে শরৎ আসে না?

আকাশের ছায়াপথ ধূসরিত মধুর নীলে
বর্ষার ক্রন্দন বিচলিত  বিদায়ী স্বরে, 
প্রকৃতির গায়ে ঝড়ে নতুন আল্পনার আলাপন
পরিবর্তনের সুখ লিপি ভুবন জুড়ে।

শুধু জীবনের ছায়াপথ কেন অমলিন?
কেন সাজে না শরৎ সাজে? 
কেন সাদা মেঘের ভেলায় ভাসে না জীবন? 
কেন আসে না শরৎ জীবন মাঝে?

শরৎের কাল খেয়ায় কাশফুলের আচল উড়ে বেড়ায় দূর গগনে
কখনো মেঘের গর্জন কখনো বা তীব্র তাপদাহ রোদে ,
নদীর চরে উদ্ভাসিত নতুন জীবনের আনাগোনা 
তবু জীবন খেয়ায় কেন শরৎ আসে না?
কেন আসে না?  কেন আসে না? 

দখিনা হাওয়ায় পাল তুলা নৌকা দেয় গন্তব্যে হানা 
শত বাধার শীষেও অবিরল অবিচল উন্মুক্ত মণা,
শুধু আমার জীবন তরী কেন ঘাটে ভীড়ে না? 
কেন জীবনে শরৎ আসে না? কেন আসে না? কেন আসে না? 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর