ফাগুনের বিদগ্ধ স্মৃতি


- রুপা আক্তার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৭:৩৮ পিএম
ফাগুনের বিদগ্ধ স্মৃতি

ফাগুনের বিদগ্ধ স্মৃতি
                              - রুপা আক্তার

কোনো এক ফাগুনে এসেছিলে
মাল্য হাতে নিয়ে
বরণ করে বসালে
তোমার হৃদয়ও মন্দিরে;
তুমিও নিলে আমার
হৃদয় জায়গা করে।

জীবনের প্রতিটি মুহূর্ত
বাঁচতে চেয়েছিলাম
তোমার হাতে হাত রেখে
শুধু তোমায় ভালোবেসে।

পড়ন্ত বিকেলে নদীর তীরে
তোমার কাঁধে মাথা রেখেছিলাম
শুধু তোমায় ভালোবেসে।

গোধূলী লগ্নে সরিষা ক্ষেতের মাঝে
তোমার বুকে মাথা রেখেছিলাম
শুধু তোমায় ভালোবেসে;
সব স্মৃতিকে বিসর্জন দিয়ে
তুমি আছো আজ অনেক সুখে।

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর