বইমেলায় জাহিদ আকবরের ‘শিকার’


গোনিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০৩:৩২ পিএম
বইমেলায় জাহিদ আকবরের ‘শিকার’

গেল বইমেলায় বিশিষ্ট লেখক,গীতিকার ও সাংবাদিক জাহিদ আকবরের  লেখা 'উধাও' এর বিশাল সফলতার পর এবারের বইমেলায় নিয়ে আসছেন 'শিকার'। গতবারে তার লেখা 'উধাও' পাঠক মনে বেশ সাড়া ফেলে, যার জন্য বইটির তৃতীয় সংস্করণ বের করা হয়। মিডিয়ার নানান সমস্যা ও প্রতারণার  ফাঁদ এগুলো নিয়েই লেখক, গীতিকার ও সাংবাদিক জাহিদ আকবরের 'শিকার'।

লেখক জাহিদ আকবর বলেন, আমি মিডিয়াতে চলার পথে যতটুকু জেনেছি বা দেখেছি তাই আমার বইয়ে লেখার মাঝে এই ছোট্ট প্রয়াস তুলে ধরেছি। এখানে মিডিয়াতে কাজ করতে গেলে কেমন সমস্যা হয়। কি রকমের ফাঁদে ফেলে প্রতারণা করা হয়, সেটা আমার শিকার বইয়ে আছে। আমার জানার বাহিরে আমি এখানে কিছু লিখিনি। আমি আশাবাদী গতবারের মতো এবারো উধাও এর মতো আমার পাঠকরা শিকার'কে সমাদৃত করবে। যারা শ্রোতা তাদের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে তারা আমার পাঠক হিসেবে আমার লেখা তাদের পছন্দ হবে।

জাহিদ আকবর শুধু মাত্র একজন লেখকই না তিনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং একজন জনপ্রিয় গীতিকার। তার কথায় অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। যেমন- হাবিবের ডুব, ন্যান্সির দুদিকে বসবাস, ইমরানের আরাধনা, আরেফিন রুমির প্রিয়তমা, মন রাখো পাঁজরে, কিছু কথা আকাশে পাঠাও, তুমি হীনা, কাজী শুভর মন পাঁজরে।

এছাড়া বহু চলচ্চিত্রে তার কথায় অনেক গান রয়েছে। গতকাল (৮ ফেব্রুয়ারি) থেকে মেলায় ১৭৬-১৭৭ নম্বর স্টলে তার 'শিকার' বইটি পাওয়া যাচ্ছে। বইটি এনেছে প্রিয়মুখ প্রকাশন।

গো নিউজ২৪/জাবু/আরআর

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর