বইমেলায় আসছে ‘যুগল প্রেমের স্রোতে’


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৯, ১২:৪০ পিএম
বইমেলায় আসছে ‘যুগল প্রেমের স্রোতে’

নিউজ ডেস্ক: জাপানি হাইকুর প্রভাব বাংলার কবিদের কতটা আচ্ছন্ন করে রেখেছে তার সুন্দর সাক্ষ্য ধরা রইল তন্ময় আলমগীর এবং জেবুন নেসা মায়া রচিত ‘যুগল প্রেমের স্রোতে’ বইয়ের অবয়বে। বিরূপ বিশ্বে মানুষের একাকী নিয়তির কথা জানান দিয়েই বইয়ের শুরু : একে-ওকে অনেক দিলাম / নিজের ভিটে কই? / শূন্য বোঝার থলি নিয়ে / একলা বসে রই। এতে শর্তহীন প্রেমের সমর্পণের বিষয় যেমন আছে তেমনি আছে কবিতায় অন্তর্গত অনিবার্য প্রবচন-স্বভাব।

‘যুগল প্রেমের স্রোতে’ ভাসতে গিয়ে কবিরা ভুলেননি পৃথিবীর যুগ্ম-বৈপরীত্য : শ্রমিক মরে বৈষম্য আর / পেটের ক্ষুধার জালায় / মালিক আরো ফন্দি সাজায় / শোষণ নামের থালায়। পাশাপাশি বাংলার অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রদীপ্ত শিখা হয়েও জ্বলে উঠতে চেয়েছে এ বইয়ের কোনো কোনো কবিতা। এই যেমন : পানি-জলের দুঃখ ভুলে / মিশুক বেদ-কোরান / জায়নামাজের পাশেই বসুক / বাঙাল-ভগবান।

সমাজের অসঙ্গতিজনিত ক্ষোভ অনুক্ত থাকে না এই কবিতাগুচ্ছে, অসঙ্গতির বিরুদ্ধে ক্ষোভকে কবিদ্বয় এক বৃহৎ দার্শনিক পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন।

এভাবে উপলব্ধির অতলে, শব্দের সারল্যে, প্রকাশ্যের কারুকৃতিতে ‘যুগল প্রেমের স্রোতে’ হয়ে ওঠেছে অভিনতুন : কেমন আমি বুঝতে আমায় / গোরস্থানের ফুল দেখো / কোথায় থাকি জানতে চাইলে / সেই নদীটার কূল দেখো।

ঊষর এই সময়ে এমন সজল আকুলতা উচ্চারণ পাঠককে স্পর্শ করবে নিঃসন্দেহে। কাব্যগ্রন্থটি নিয়ে আসছে ‘কালো’ প্রকাশনী।  প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

গো নিউজ২৪/এমআর

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর