আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো...


দন্তস্য সজীব (সর্বদা) প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৮, ১১:৪৩ এএম
আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো...

আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো...
                                                            দন্তস্য সজীব (সর্বদা)                                                              

 

অপরাহ্নের প্রথম কবিতার প্রথম লাইনটি ধরে আমি চলে যাব
বিষাদের বিষন্ন কষ্ট বুকে একাকী হেটে যাব সর্বশায়িত নিঝুম সন্ধ্যায়।

চৈত্রালির ধুলোয় উড়ে উড়ে তোমাদের নিশ্বাসে চিরশায়িত এই আমি 
এক নিষ্প্রাণ আধারীর মতো থেকে...থেকে ঘুম ভাঙাবো নিষ্পাপ ভোরের।

আমি চলে যাব হলুদিয়ার মাঝে, কাশবনের পাড়ে ধূসর হৃদের আড়ালে
অথবা তুলসী ঘেরা বসন্তের গন্ধ মাখা শিমুলের অন্তরালে।

আমার হৃদটাকে চিতায় চাপিয়ে ভেসে যাবো বৈশাখীর বানে।
একটুকরো চন্দনে পূজীয় তারে?

চোখের জলে ভেজা একফোটা শিশির গন্ধ মাখা এ বিশ্বকে যতটুক ভালবেসেছিলাম
তার সবটুকু দিয়ে প্রকৃতির পূজো সাজালাম।

আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো...

(উৎসর্গ-কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে)

এ সম্পর্কিত আরও সংবাদ


সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর