চলনবিলে ঐতিহ্যবাহী পিঠা উৎসব


নাটোর প্রতিনিধি : প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ০৯:৪৮ পিএম
চলনবিলে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

দুধ খেজুর পিঠা, নৌকা পিঠা, নবিত্র পিঠা, মলিকা পিঠা, লাভ পিঠা, বউ পিঠা, চন্দ্রপুলি পিঠা, সুর্যমূখী পিঠা, চমচম পিঠা, মাছ পিঠা। চলনবিলের এমন ঐতিহ্যবাহী একশ প্রকারের হাতের তৈরি পিঠা নিয়ে দিনব্যাপী পিঠা উৎসব চলে নাটোরের সিংড়ায়। সোমবার উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টলসহ মোট ১০টি স্টল এই পিঠা উৎসবে অংশ নেয়।   

সিংড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য পিঠা উৎসব পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কোর্ট মাঠে আয়োজন করা হয় চলনবিলের ঐতিহ্যবাহী একশ প্রকারের হাতে তৈরি পিঠার প্রদর্শনী। সকাল সাড়ে ১০টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ। 

 গো নিউজ২৪/আই


 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর